ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

চার বিভাগে আবার কালবৈশাখীর আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে রীতিমতো তাণ্ডব চালিয়েছে গতকালের কালবৈশাখী ঝড়। তবে আজও দেশের চার বিভাগে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে দেশের ১০ অঞ্চলে বয়ে যাওয়া হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে।


সোমবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


চলমান তাপপ্রবাহের বিষয়ে অধিদপ্তর জানিয়েছে, সীতাকুণ্ড ও রাঙামাটি অঞ্চল সমূহের ওপর দিয়ে মাঝারি ধরনের এবং ঢাকা, টাঙ্গাইল, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, পাবনা, খুলনা ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু এলাকা থেকে তা প্রশমিত হতে পারে।


সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। একই সাথে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।


এ দিকে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মায়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। এছাড়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের অবস্থান পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায়।

ads

Our Facebook Page